শনিবার, ৪ঠা মে,
২০২৪

  • সারাদেশ রাজশাহী

  • সিরাজগঞ্জে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ পেলেন ৩১ জন প্রার্থী


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ২৩শে এপ্রিল,

    ২০২৪

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আগামী ৮ মে-২০২৪  প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর  উপজেলা পরিষদ নির্বাচনের জন্য  ৩১ জন প্রার্থীর মাঝে  প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
     
    মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার  মোহাম্মদ শহিদুল ইসলাম বৈধ এসব প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।
     
    সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে,প্রথম ধাপের এ নির্বাচনে  সদর  উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৬ জন এরা হলেন,রাশেদ ইউসুফ জুয়েল দোয়াত কলম মার্কা,এস.এম.আহসান হাবীব স্বতন্ত্র প্রতীক ঘোড়া ,এস.এম.নাছিম রেজা নুর স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্বতন্ত্র আনারস, মোঃ নূরুল ইসলাম সজল স্বতন্ত্র প্রতীক কাপ-পিরিচ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন,মোঃ আকরাম হোসেন স্বতন্ত্র প্রতীক তালা,মোঃ জামাত আলী মুন্সী স্বতন্ত্র প্রতীক চশমা,মোঃ জিহাদ আল ইসলাম স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ,মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতিক টিউবওয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, মোছাঃ আফরীনা খাতুন স্বতন্ত্র প্রতীক প্রজাপতি,মোছাঃ নূরুন নাহার খানম বৈদ্যুতিক পাখা, মোছাঃ নূরে ফাতিমা স্বতন্ত্র প্রতীক ফুটবল। 
     
    বেলকুচি উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রতীক দোয়াত-কলম, মোঃ বদিউজ্জামান ফকির স্বতন্ত্র প্রতীক মোটর সাইকেল,  মোঃ সেরাজুল ইসলাম স্বতন্ত্র প্রতীক আনারস। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, ফারুক সরকার স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি, মোঃ আঃ আলীম স্বতন্ত্র প্রতীক মাইক, মোঃ ইউসুফ আলী শেখ  স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ। 
     
    মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ২ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোছাঃ রত্না বেগম স্বতন্ত্র প্রতীক ফুটবল এবং সুলতানা রাজিয়া মিলন স্বতন্ত্র প্রতীক প্রাপ্ত হন প্রজাপতি। 
    কাজিপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত  ৩ জন এরা হলেন, আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রতীক দোয়াত কলম, মোঃ আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক ঘোড়া, মোঃ খলিলুর রহমান সিরাজী স্বতন্ত্র প্রতীক আনারস। 
     
    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্ত হলেন, মোঃ শহিনুল ইসলাম (শাহীন) স্বতন্ত্র প্রতীক মাইক,  মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি,মোঃ সেলিম রেজা স্বতন্ত্র প্রতীক তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক প্রাপ্তরা হলেন,  মোছাঃ জান্নাতুল ফেরদৌস স্বতন্ত্র প্রতীক ফুটবল, মোছাঃ জুলেখা খাতুন স্বতন্ত্র প্রতীক বৈদ্যুতিক পাখা, মোছাঃ শাপলা খাতুন স্বতন্ত্র প্রতীক পদ্মফুল, মোছাঃ সুলতানা হক স্বতন্ত্র প্রতীক হাঁস। 
     
     
    উক্ত  প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, জেলা নির্বাচন ও রিটানিং  অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম তিনি সকল বৈধ প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন । এ সময় প্রার্থীরাও তাদের বক্তব্যে দেন। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা ও নির্বাচনী পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে গুরুত্বআরোপ করা হয়।
     
    এসময়ে প্রতীক বরাদ্দ  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান সহ সকল বৈধ প্রার্থীরা, সুধীজন,গুনীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন।

    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd