মঙ্গলবার, ৩০শে এপ্রিল,
২০২৪

  • আন্তর্জাতিক

  • লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১লা এপ্রিল,

    ২০২৪

    /

    18 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে।  

    স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) রাজধানী ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এ হামলা হয়। 

    এ হামলা কারা ঘটাতে পারে সে বিষয়ে তথ্য জানা যায়নি।

    লিবিয়ার একজন মন্ত্রীর বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

    নাম প্রকাশ না করার শর্তে ওই মন্ত্রী বলেছেন, রোববার লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহের বাসভবনকে রকেট চালিত গ্রেনেড দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ হামলায় কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।

    স্থানীয় দুই নাগরিক রয়টার্সকে বলেছেন, তারা ত্রিপোলির অভিজাত হেয় আনদালুস পাড়ায় সাগরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন, সেখানেই প্রধানমন্ত্রী দিবেইবাহর বাসভবন অবস্থিত। এর পরই ভারী যানবাহনসহ নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে।

    ২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ায় পরিস্থিতি অনেকটা স্থিতিশীলতা ছিল।  
    ২০২১ সালে জাতিসংঘ-সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দিবেইবাহের জাতীয় ঐক্যের সরকার স্থাপন করা হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থ প্রচেষ্টার পর সংসদ দিবেইবাহের বৈধতাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd