বৃহস্পতিবার , ৯ই মে,
২০২৪

  • সারাদেশ ঢাকা

  • মুন্সীগঞ্জে অভিযানে সাড়ে ১৮ মণ জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৭শে এপ্রিল,

    ২০২৪

    /

    7 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ও সাড়ে তিন মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

    শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে আড়তের বিভিন্ন মাছের দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যায়।  

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হবে।

    মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, রিকাবীবাজারের মৎস আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদে যৌথ অভিযান পরিচালনা করি। দুইজন আসামিকে আটক করি। জাটকা সংরক্ষণে আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

    প্রসঙ্গত, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd