সোমবার, ২০শে মে,
২০২৪

  • সারাদেশ রংপুর

  • ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: রাশেদা সুলতানা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২৯শে এপ্রিল,

    ২০২৪

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

    সোমবার (২৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

    তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরী, ঠিক তেমনি ভোটার উপস্থিতি ও তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরী। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। 

    কমিশনার আরো বলেন, দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন।  নির্বাচনের মাধ্যমেই যারা দেশ পরিচালনা করবেন, জনগণের পক্ষ থেকে সেই জায়গাটা রদবদল হবে।

    এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ উপজেলা নির্বাচনের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd