মঙ্গলবার, ৩০শে এপ্রিল,
২০২৪

  • আন্তর্জাতিক

  • এবার ইসরায়েলের দিকে ড্রোন ছুড়ল হুতি বিদ্রোহীরা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১৪ই এপ্রিল,

    ২০২৪

    /

    16 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের দিকে একাধিক ড্রোন ছুড়েছে। নিরাপত্তা সংস্থা অ্যামব্রেয়ে এমনটি বলেছে।

    কোম্পানিটি বলেছে, এসব ড্রোন সম্ভবত একইসঙ্গে ইসরায়েলে আঘাত হানতে পারে।

    অ্যামব্রেয়ে বলছে, হুতিরা ইসরায়েলের দিকে মনুষ্যবিহীন উড়ন্ত যান (ইউএভি) ছুড়েছে। ইরানের সঙ্গে সমন্বয় করে এসব ড্রোন ছোড়া হয়েছে।

    এটি আরও বলছে, ইসরায়েলি বন্দরগুলো হামলার সম্ভাব্য স্থান। ক্ষয়ক্ষতির সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

     সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

    ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি বলেছে, ইরানের ছোড়া ড্রোন স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ইসরায়েলে পৌঁছাতে পারে।

    ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে।

    ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd